আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছে, আমার সবকিছু শেষ হয়ে গেছে বাকি জীবনটা জিন্দা লাশ হয়ে বাঁচবো আলবিদা
যখন খুব বেশি প্রবলেম হচ্ছে, আমার একটা কথার দাম দিচ্ছে না, পৃথিবীতে সকল প্রবলেম আমাকে একসাথে দেখা দিয়েছে, তার উপর সে বাল পাকনামি করছে আমার সাথে, একটা কথার দাম দিচ্ছে না তখন আর সহ্য না করতে পেরে গত দেড় মাস থেকে আমার মুখে গালি চলে এসেছে, ওকে বারবার গালি দিতাম। সে বারবার অন্যায় করত আমাকে রাগ উঠানোর জন্য আর আমার রাগ উঠার পর কন্ট্রোল করতে না পেরে বারবার গালি দিতাম তখন সে বলত গালি দেওয়ার না জন্য, আমার বারবার গালি দেওয়ার ইচ্ছা হতো কারণ সে কাজ এমনই করত। সে হয়তো ছেড়ে দিতে চেয়েছে কিন্তু কোনো রিজন পায়নি আর হঠাৎ একদিন এই গালি দেওয়া টা রিজন হিসেবে মেনে নিল আর সে চলে যাওয়ার কথা বলল, আমি নিজে থেকেই বললাম হা ছেড়ে দাও কোনো অসুবিধে নেই যেখানে রেস্পেক্ট নেই সেখান থেকে কোন দরকার নেই। কিন্তু এর আগে বারবার এভাবে ছেড়ে দেওয়া হয়েছে, সে নিজে থেকেই চলে আসত 2 ,1 দিন পর নইলে আমি নিজে থেকে চলে যেতাম। কিন্তু এইবার আমি পরিবারের কিছু প্রবলেমে ছিলাম সেজন্য পরিবারের প্রবলেম গুলো, আর নানান কস্ট ফেইস করতে গিয়ে আমি নিজে থেকে যাইনি অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, তার উপর রাগ বেশি হয়েছিল তাই ...