Skip to main content

Posts

Showing posts with the label Poem Of Koysar

হায় কোকিল

 হায় কোকিল, সুমধুর সুরের কোকিল  এই অন্ধকার মধ্যরাতে তুমি আর কেঁদোনাকো  আমগাছের ডালে বসে বসে তোমার এই কান্না শুনে চোখের জল ঝরিতেছে যে বালিশে । তুমি তো বাহ্যিক দিক দিয়ে কালো  কিন্তু কন্ঠে এত মিষ্টি সুর  সেতো ছিল রাঙ্গা রাজকন্যা,  চলে গেছে রূপ নিয়ে অনেক দুর । এই কালো গভীর রাত্রিতে তুমি আর ডাকো নাকো এত সুমধুর সুরে  কে হায় আবার বেদনা জাগাতে  ভালোবাসে হৃদয় খুঁড়ে। যদি তুমি যাও তার পাশে চেয়ো  আমার জন্য একটি ভিক্ষা,   সে যেন আমার ভালোবাসা ফিরিয়ে দেয়  না করভ আর  তাঁর অপেক্ষা ।  তার ম্লান চোখ দেখে তার ভালোবাসায়   হয়েছিলাম আমি মুগ্ধ ,  হায় আমি কি জানতাম   তার চোখে চোখ রেখে হব আজ‌ অন্ধ।  হায় কোকিল সুমধুর সুরের কোকিল  এই অন্ধকার মধ্যে রাতে   তুমি আর কেঁদো নাকো  আম গাছের ডালে বসে বসে ।

~~ আমি সিঁদুর লাগিয়ে দিলে তুমি কবুল বলে নিও~

আমি গঙ্গায় অজু করে নেবো ওগো  তুমি জমজমের জলে স্নান করে নিও, আমি মন্দিরে নামাজ পড়ে নেব,  তুমি নাহয় ঈদগায় পূজা করে নিও। আমি মন্দিরে কুরআন পড়ে নেব ওগো, তুমি কিন্তু মসজিদে গীতা পড়ে নিও, আমি নাহয় রমজানে উপস থেকে যাব তুমি কার‌ওয়া চ‌উত এ রোজা রেখে নিও।। আমি ঈদে প্রসাদ খেয়ে নেবো ওগো তুমি নাহয় পূজায় সন্দেস খেয়ে নিও, আমি মথুরা কাশিতে হজ্ব করে নেব, তুমি নাহয় মক্কা-মদিনায় পূজা দিয়ে দিও। আমি বেদ গীতার অর্থ বুঝে নেবো ওগো তুমি নাহয় কুরআনের অর্থ বুঝে নিও, আমি দিওয়ালিতে দাওয়াত খেতে যাব ওগো তুমি কিন্তু ঈদ দুটোয় দীপ জ্বালিয়ে নিও ।। আমি নমস্কার করে স্বাগতম জানাবো তোমায় ওগো তুমি নাহয় আমায় সালাম দিয়ে দিও, আমি যদিও আল্লাহু আকবার বলে নেই ওগো তুমি কিন্তু সর্বদা জয় শ্রীরাম বলে নিও।। প্রেমের গল্প, আমি রাধা কৃষ্ণের পড়ে নেব তুমি নাহয় মোহাম্মদ খাদিজার পড়ে নিও, আমি যদি সিঁদুর লাগিয়ে দেই ওগো তুমি কিন্তু কবুল করলাম বলে নিও।।

Crying of a handicap lover

              Koysar Ahmed                       Crying of a handicap lover It's not possible, which my heart wanted to get, If broke my all hopes what I do?? The dreams which seen by me, may not come into reality If my luck not with me what I Do??? My heart is crying, it want to get calm somewhere But when god offered me handicap what I do?? Those who lives in my heart, why they broke that ?? Some rested in my cheast, haaye now giving me hurt !! Once who was my life partner, why she seems unknown? The relation of my love Haaye now giving me pain. The happy memories are attacking my love Temple If I do not find rest anywhere what I do ?? The lovable heart of anyone, may fortunately get ! If anyone goes away from life, never easily forget ! I know there are thousands ways to live with But it's impo...