Skip to main content

Posts

Showing posts with the label My Life Story

My Life Story

       ৬ জুন 1997 শুক্রবার সেই দিনে আমি এই পৃথিবীতে জন্ম নিয়েছিলাম। সাধারণত কোনো শিশু জন্ম নেওয়ার পর সে কাঁদে কিন্তু তার কান্না শুনে তার মা ও আত্মীয়রা হাসি পায় কারণ ওরা বুঝতে পারে পৃথিবীতে কেউ একজন এসেছে কিন্তু আমি এক অভাগা ছেলে যার কান্না শুনে কেউ হাসেনি বরং সবাই কেঁদে উঠেছিল কারণ আমি প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছিলাম শরীরে 206 হাড়ের মধ্যে মাত্র 6 টা হাড় বাঁকা ছিল দুই হাতে পাঁচটি ও বাম পায়ে একটি। জন্মের পর পুরো পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছিল আমায় নিয়ে হসপিটাল থেকে বাড়ি শুধু দৌড়াদৌড়ি করছিল মা একদিন বলেছিল যে আব্বা হেঁটে হেঁটে শিলচরের রোড দিয়ে যখন পার হতেন তখন মা আমায় কোলে নিয়ে পেছন পেছন যেতেন এবং আব্বা অনেক দূরে চলে যেতেন এবং তিনি রাস্তা ভুলে যেতেন এবং অনেক সময় কাঁদতেন অনেক কষ্ট করেছেন আমার জন্য না খেয়ে দৌড়াদৌড়ি করেছিলেন হসপিটাল থেকে বাড়িতে মা বলেছিল আমায় যে আমি জন্ম হওয়ার পর সাত দিন পর্যন্ত মুখে এক ফুটো জল ও দেইনি।  অনেকে নানান মন্তব্য করেছিল কেউ বলেছিল আমি আর জীবনে হাঁটতে পারব না কেউ আবার বলেছিল বিশ্বাস রাখ আল্লাহ সবকিছুই করতে পারেন।...