আমি গঙ্গায় অজু করে নেবো ওগো
তুমি জমজমের জলে স্নান করে নিও,
আমি মন্দিরে নামাজ পড়ে নেব,
তুমি নাহয় ঈদগায় পূজা করে নিও।
আমি মন্দিরে কুরআন পড়ে নেব ওগো,
তুমি কিন্তু মসজিদে গীতা পড়ে নিও,
আমি নাহয় রমজানে উপস থেকে যাব
তুমি কারওয়া চউত এ রোজা রেখে নিও।।
আমি ঈদে প্রসাদ খেয়ে নেবো ওগো
তুমি নাহয় পূজায় সন্দেস খেয়ে নিও,
আমি মথুরা কাশিতে হজ্ব করে নেব,
তুমি নাহয় মক্কা-মদিনায় পূজা দিয়ে দিও।
আমি বেদ গীতার অর্থ বুঝে নেবো ওগো
তুমি নাহয় কুরআনের অর্থ বুঝে নিও,
আমি দিওয়ালিতে দাওয়াত খেতে যাব ওগো
তুমি কিন্তু ঈদ দুটোয় দীপ জ্বালিয়ে নিও ।।
আমি নমস্কার করে স্বাগতম জানাবো তোমায়
ওগো তুমি নাহয় আমায় সালাম দিয়ে দিও,
আমি যদিও আল্লাহু আকবার বলে নেই ওগো
তুমি কিন্তু সর্বদা জয় শ্রীরাম বলে নিও।।
প্রেমের গল্প, আমি রাধা কৃষ্ণের পড়ে নেব
তুমি নাহয় মোহাম্মদ খাদিজার পড়ে নিও,
আমি যদি সিঁদুর লাগিয়ে দেই ওগো
তুমি কিন্তু কবুল করলাম বলে নিও।।
Comments