Skip to main content

হায় কোকিল




 হায় কোকিল, সুমধুর সুরের কোকিল

 এই অন্ধকার মধ্যরাতে

তুমি আর কেঁদোনাকো 

আমগাছের ডালে বসে বসে

তোমার এই কান্না শুনে

চোখের জল ঝরিতেছে যে বালিশে ।

তুমি তো বাহ্যিক দিক দিয়ে কালো

 কিন্তু কন্ঠে এত মিষ্টি সুর 

সেতো ছিল রাঙ্গা রাজকন্যা, 

চলে গেছে রূপ নিয়ে অনেক দুর ।

এই কালো গভীর রাত্রিতে তুমি আর

ডাকো নাকো এত সুমধুর সুরে 

কে হায় আবার বেদনা জাগাতে 

ভালোবাসে হৃদয় খুঁড়ে।

যদি তুমি যাও তার পাশে চেয়ো 

আমার জন্য একটি ভিক্ষা,  

সে যেন আমার ভালোবাসা ফিরিয়ে দেয়

 না করভ আর  তাঁর অপেক্ষা ।

 তার ম্লান চোখ দেখে তার ভালোবাসায় 

 হয়েছিলাম আমি মুগ্ধ ,

 হায় আমি কি জানতাম 

 তার চোখে চোখ রেখে হব আজ‌ অন্ধ।

 হায় কোকিল সুমধুর সুরের কোকিল

 এই অন্ধকার মধ্যে রাতে 

 তুমি আর কেঁদো নাকো

 আম গাছের ডালে বসে বসে ।

Comments

Anonymous said…
Amr mon krp oi gayse ai poem ta sunia